ওরিয়ন ফার্মার ৫৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড-এর ৫৯তম বার্ষিক সাধারণ সভা ২৬শে ডিসেম্বর, ২০২৪ রোজ বৃহস্পতিবার, বিকাল ৩.৩০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরীন করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক এ.এন.এম আবুল কাশেম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, কোম্পানী সচিব মোঃ ফেরদাউস জামান এবং এক্টিং সি.এফ.ও মনোয়ারা খাতুন।
উক্ত সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।