সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেস্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ বারে ১৫ টি শেয়ার লেনদেন করে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬১ বারে ১ লাখ ১০ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: রেনাটা লিমিটেডের ৪.২০ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.১৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.০৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৬৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.২৯ শতাংশ, এসকে ট্রিমসের ৩.০৪ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ২.৯৪ শতাংশ কমেছে।