বছরজুড়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে ৯১ হাজারের বেশি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিদায়ী বছর ২০২৪ সাল। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য ছিল চরম হতাশা আর আস্থা সংকটের বছর। বাজারে টানা দরপতন অব্যাহত থাকায় বিনিয়োগকারীরা অনেকটাই নিস্কিয় ভূমিকা পালন করেছে। এর ফলে বছরের ব্যবধানে পুঁজিবাজারে নতুন বিও হিসাব খোলার প্রবণতা বাড়েনি। আলোচ্য বছরে বিও হিসাবের (বেনিফিশিয়ারি ওনার্স) সংখ্য ৯১ হাজারের বেশি কমে গেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৭ লাখ ৫৬ হাজার ৪৪০টি। আর ২৯ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৮৩২টিতে। সে হিসাবে বছরের ব্যবধানে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৯১ হাজার ৬০৮টি বা ৫.২১ শতাংশ। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৮ লাখ ৪৫ হাজার ৩২৯টি। আর ২১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১৭ লাখ ৫৪ হাজার ১২৩টি।
চলতি বছরের ১ জানুয়ারি পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৩ লাখ ২৬ হাজার ৯৫৩টি। আর ২৯ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬১ হাজার ১০৬টি। সে হিসাবে পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৬৫ হাজার ৮৪৭টি।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৩ লাখ ৯০ হাজার ২২২টি। আর ২১ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৫ হাজার ২৭৪টি। সে হিসেবে পুরুষ বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৬৪ হাজার ৯৪৮টি ।
চলতি বছরের ১ জানুয়ারি নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার ৪৮৭টি। আর ২৯ ডিসেম্বর পর্যন্ত নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৭২৬টি। সে হিসাবে নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা কমেছে ২৫ হাজার ৭৬১টি।
এর আগে ২০২৩ সালের জানুয়ারি নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৪ লাখ ৫৫ হাজার ১০৭টি।
আর ২১ ডিসেম্বর পর্যন্ত নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৬২৬টি। সে হিসাবে নারী বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ২৬ হাজার ২৫৮টি। চলতি বছরের ১ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৭ লাখ ১ হাজার ১৫৫টি। আর ২৯ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৮ হাজার ১৩৯টি। সে হিসাবে স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৪ লাখ ৪০ হাজার ৪৯টি ।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ১৭ লাখ ৮২ হাজার ৯৫টি। আর ২১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮০ হাজার ২০৬টি। সেই হিসাবে স্থানীয় বিনিয়োগকারীদের মোট বিও হিসাবে সংখ্যা কমেছে ৮৩ হাজার ৩৯৮টি বা ৪.৬৮ শতাংশ।
চলতি বছরের ১ জানুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৫৫ হাজার ২৮৫টি। আর ২৯ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৯৩টি। সে হিসাবে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা কমেছে ৮ হাজার ৫৯২টি।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব সংখ্যা ছিল ৬৩ হাজার ২৩৪টি। আর ২১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৮৯টি। সে হিসাবে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিও হিসাব কমেছে ৭ হাজার ৮০৮টি বা ১২.৩৫ শতাংশ।