দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মনজুর এলাহী। ১ জানুয়ারি তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চেয়ারম্যান পদে যোগদান করেন।