দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান জনতা ব্যাংক এস আলম গ্রুপের মালিকানাধীন দুই কোম্পানির খেলাপি ঋণের প্রায় ৪ হাজার কোটি টাকা আদায় করতে ব্যর্থ হয়ে কোম্পানি দুটির বন্ধকি সম্পত্তি নিলামে তুলছে। কোম্পানি দুটি হলো: পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এবং অতালিকাভুক্ত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কাছে জনতা ব্যাংকটির পাওনা ২ হাজার ৩ কোটি ৩৭ লাখ টাকা এবং এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ১ হাজার ৭৭৭ কোটি ৩৮ লাখ টাকা।

জনতা ব্যাংক জানিয়েছে, শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ না করায় এই ঋণগুলো খেলাপিতে পরিণত হয়েছে। অসংখ্যবার তলব করার পরও ঋণগ্রহীতা গত এক বছরে পাওনা পরিশোধ করেনি। তাই ব্যাংক অর্থঋণ আদালতের আইন অনুযায়ী নিলামের সিদ্ধান্ত নিয়েছে। এস আলম গ্রুপ বাংলাদেশে চিনি, তেল, ইস্পাত, সিমেন্ট, বস্ত্র, জ্বালানি, আমদানি-রপ্তানি, পরিবহন, ব্যাংকিং, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই গ্রুপটি সুবিধাভোগী ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। কিন্তু তারপর থেকে ব্যবসায় পরিচালনায় অনিশ্চয়তা সৃষ্টি হয়।

শিল্প গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং তাঁর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে, যার ফলে গ্রুপটির ব্যাংক হিসাব ও শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ঋণ খেলাপির কারণে ইতোমধ্যে আটটি ব্যাংক এস আলমের উপর থেকে নিয়ন্ত্রণ মোচন করেছে। তবে, এস আলম গ্রুপটি বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে থাকলেও ঋণ পরিশোধ না করার ফলে তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এস আলম গ্রুপের সব প্রতিষ্ঠানের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) আটকে দিয়েছে। ফলে তাদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গত ২৪ ডিসেম্বর আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি কোম্পানি পরে আবার খুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এস আলম গ্রুপের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা জারি করেছে। আগামী ২৩ জানুয়ারি জনতা ব্যাংক এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ও এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের বন্ধক রাখা সম্পত্তি নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলের ঋণের বিপরীতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও গাজীপুরের শ্রীপুর মিলিয়ে দুই হাজার ৯৭১.২৭ শতাংশ জমি বন্ধক রয়েছে ব্যাংকের কাছে। যার মধ্যে গাজীপুরে ২৭৬.৪৩ শতাংশ রয়েছে। নিলামে সেসব জমি এবং তার উপর নির্মিত অবকাঠামো বিক্রি করে অর্থ আদায়ের পরিকল্পনা করেছে জনতা ব্যাংক। এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকা ৮০ পয়সায়, যা গত বছরের ৪ আগস্টে ২১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছিল।

কোম্পানিটি ২০২৩ সালের কর পরবর্তী নিট মুনাফা করেছিল চার কোটি ৭৮ লাখ টাকা। সর্বশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৪ সালের জন্য এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।