ডিএসইর সার্ভার জটিলতা তদন্তে তিন সদস্যের কমিটি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সার্ভার জটিলতায় সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হতে দেরি হয়েছে। প্রতিষ্ঠানটির আইটি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর লেনদেন চালু হয়। যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার লেনদেনে ভোগান্তি সৃষ্টি হয়। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডিএসইতে সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ের লেনদেন চালু করা যায়নি। ডিএসইর আইটি টিম সার্ভার জটিলতা নিরসন করার পর বেলা ১১টা ৩০ মিনিটে লেনদেন চালু হয়। দেড় ঘণ্টা লেনদেন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে ডিএসই রবিবার লেনদেনের সময় কিছুটা বাড়িয়েছে। অর্থাৎ অন্যান্য দিনে ডিএসইতে লেনদেন চলে সকাল ১০টা থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত। কিন্তু রবিবার ২টা ৩০ মিনিটের পরিবর্তে ২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন চলে। আর পোস্ট ক্লোজিং চলে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে আজ রোববার ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে। সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়।
ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১টা ৩০ মিনিটে লেনদন শুরু হয় এবং লেনদেন কার্যক্রম দুপুর ৩টা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত হয়। যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।