পেনিনসুলা চিটাগংয়ে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও আবাসন খাতের কোম্পানি হোটেল পেনিনসুলা চিটাগং পিএলসিতে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে। কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা তাহির আরশাদ এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহবুব উর রহমান গত ৩০ ডিসেম্বর যোগদান করেছেন। এই নতুন নেতৃত্বের মাধ্যমে পেনিনসুলা চিটাগং কোম্পানির পরিচালনায় নতুন দিশা ও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
জানা যায়, পেনিনসুলা চিটাগং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
এর মধ্যে কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১০ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ১৪ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৫৩ পয়সা।