দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: মুন্নু ফেব্রিক্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, রিলায়েন্স ওয়ান, আলহাজ্ব টেক্সটাইল এবং বিচ হ্যাচারি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে রিলাইন্স ওয়ান ২৪ কোটি টাকারও বেশি। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্সপ্রেস ইন্সুরেন্স ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে: আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা, বিচ হ্যাচারির ৮৮ লাখ টাকা, এসইএমএল লেকচার ফান্ডের ৩৮ লাখ ৮ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ২৪ লাখ ৩৩ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২৪ লাখ ১৯ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।