বস্ত্র খাতের ১৩ কোম্পানি প্রথম প্রান্তিকে লোকসানে
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৫টি কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে লোকসানে রয়েছে ১৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লোকসানে থাকা কোম্পানিগুলো হলো: ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, এইচআর টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাল্লু স্পিনিং, রিংশাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, মেট্রো স্পিনিং মিলস লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, এস্কোয়ার নিট কম্পোজিট পিএলসি, জাহিন স্পিনিং পিএলসি এবং ডেল্টা স্পিনার্স লিমিটেড।
ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭১ পয়সা। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৬২ পয়সা। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৩ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ৭৪ পয়সা।
ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড : অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩১ টাকা ১০ পয়সা।
এইচআর টেক্সটাইল : অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৬১ পয়সা।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২২ পয়সা। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৯ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ২৪ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৯১ পয়সা।
তাল্লু স্পিনিং: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।
রিংশাইন টেক্সটাইল: কোম্পানিট ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৮৬ পয়সা। আলোচ্য সয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮২ পয়সা।
সাফকো স্পিনিং : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছর প্রথম প্রান্তিকে লোকসান ছিল ৪ টাকা ৮০ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা।
মেট্রো স্পিনিং মিলস লিমিটেড: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৫০ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৩ পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২৬ পয়সা, যা গত বছর একই সময়ে ৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬ টাকা ৩২ পয়সা।
হামিদ ফেব্রিকস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৮৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ২ টাকা ৬৬ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ৬০ পয়সা।
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯০ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ২১ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৭ টাকা ৭২ পয়সা।
এস্কোয়ার নিট কম্পোজিট পিএলসি : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ৪৮ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে মাইনাস ৯৫ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৫ টাকা ১২ পয়সা।
জাহিন স্পিনিং পিএলসি: কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩ টাকা ৮৯ পয়সা।
ডেল্টা স্পিনার্স লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৯ পয়সা লোকসান হয়েছিল। অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৫ পয়সা ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৪৩ পয়সা।