খান ব্রাদার্সের মালিকানায় বিকন গ্রুপ, পরিচালকদের শেয়ার ধারণে পরিবর্তন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানায় যুক্ত হয়েছে বিকন গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। ফলে খান ব্রাদার্সের পরিচালকের এক মাসের ব্যবধানে শেয়ার বাড়ছে ৭ দশমিক ২৪ শতাংশ। গত নভেম্বর মাসে কোম্পানির পরিচালকের শেয়ার সংখ্যা ছিলো ৩০.১৩ শতাংশ। অথচ ডিসেম্বর মাসে কোম্পানিটির পরিচালকের শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭.৩৭ শতাংশ। এর ফলে গত এক মাসের ব্যবধানে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে।
সূত্র মতে, গত এক মাসের মধ্যে বিবিধ খাতের কোম্পানি খান ব্রার্দাসের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান এনামুল কবির খানের রয়েছে ৭.৬৮ শতায়ংশ শেয়ার, কোম্পানিটির এমডি তোফায়েল কবির খানের কাছে ৯.৯৪ শতাংশ শেয়ার, কোম্পানিটির স্পন্সর পরিচালক রুহুল কবির খানের কাছে ৭.৩৫ শতাংশ শেয়ার, কোম্পানিটির পরিচালক হযরত আলীর কাছে ২.০১ শতাংশ,
খান ব্রার্দাস ইনফোটেক লিমিটেডের কাছে ৩.১৫ শতাংশ, বিকন মেডিকেয়ার লিমিটেডের কাছে ৩.৫৫ শতাংশ এবং বিকন ডেভলাপমেন্টের নিকট ৩.৬৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৫৪ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে ৬০.০৯ শতাংশ শেয়ার রয়েছে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমলেও সাধারন বিনিয়োগ বেড়েছে।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি। কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।