দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উদোগে গতকাল বিউবো জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের উদ্যোগে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত কোরআন খানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম, বিউবো সদস্য প্রশাসন (যুগ্মসচিব) মো: খলিলুর রহমান সহ বিউবো বিভিন্ন কর্মকর্তারা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। দেশের মানুষের জন্য তার অবদান দেশবাসী কখনো ভুলবে না। বক্তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় ছিলে এবং তার নির্দেশনায় বাংলাদেশ বিশ্বব্যাপী শ্রদ্ধার সাথে পরিচিত ছিলো।