কেঅ্যান্ডকিউ’র বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০১-২২ ৭:১২:২৩ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেঅ্যান্ডকিউ বাংলাদেশ লিমিটেডের ঘোষিত বোনাস ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন করে। এখন সেই বোনাস ডিভিডেন্ডে বিএসইসি সম্মতি প্রদান করেছে।