দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও ড্রাগন গ্রুপের কর্ণধার শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’এর সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও ড্রাগন গ্রুপের কর্ণধার ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের পোশ শিল্পের অন্যতম পথিকৃৎ মোস্তফা গোলাম কুদ্দুস। তিনি পোশাক খাতের একজন অবিসংবাদিত নেতা। পোশাক শিল্পের আজকের অবস্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি।

ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস প্রতিষ্ঠান সমূহ হলো: ড্রাগন সোয়েটার এবং স্পিনিং মিলস লিমিটেড, ড্রাগন সোয়েটার বাংলাদেশ, ইম্পিরিয়াল সোয়েটার বাংলাদেশ, পেরাগ সকস ইন্ডাস্ট্রিজসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ড্রাগন গ্রুপে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।