দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশের রেগুলেটরি পেশাজীবীদের সংগঠন রেগুলেটারী অ্যাফেয়ার্স সোসাইটি বাংলাদেশ (ARAB) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে সংগঠনের ত্রৈবার্ষিক সাধারণ সভায় তিন বছর মেয়াদী নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব সেলিম আজাদ চৌধুরী। নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাসলিম আহমেদ দীপু। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস এম জোবায়ের।

নতুন কমিটিতে আরো যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, কাজী নেয়ামত ফারজানাল আলম, জে এম মনিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক স্বপন, ওহিদুর রহমান, মোঃ রুহুল কুদ্দুস। সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক রায়হান মাহমুদ রোহান, দপ্তর সম্পাদক বোরহান কবির, অর্থ সম্পাদক মোঃ সাইদুর রহমান সহ অর্থ সম্পাদক এনামুল হক, ট্রেনিং সম্পাদক মমসাদ সাকিব, সহ ট্রেনিং সম্পাদক শফিকুল হক সজীব, সাইফুল ইসলাম ।

নির্বাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ হোসেন, সুমন কুমার নাগ, মোহাম্মদ পনির মিয়া, মোঃ সোলায়মান হোসেন সাহান,মোঃ আহাদুল ইসলাম, শাহমীর হোসেন জুয়েল, খালিদ হোসেন, মোহাম্মদ নাসিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, নূর মোহাম্মদ, মোঃ মাইনুল ইসলাম, হাসনাত সোহাগ, মোঃ আব্দুল জলিল, মোঃ মিনহাজুল ইসলাম।

নির্বাচন বোর্ডে ছিলেন মোঃ মমিনুল হক, মোঃ শহিদুল ইসলাম, অজিত কুমার দাস, উজ্জ্বল কুমার পোদ্দার। নির্বাচনী বোর্ডের পক্ষে উজ্জ্বল কুমার পোদ্দার নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করেন।