দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৮ বারে ৫ লাখ ৯৩ হাজার ৬০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬৫ বারে ৫ লাখ ৫৬ হাজার ১৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪ বারে ১ লাখ ৬১ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধে: ওয়াইম্যাক্সের ৪.৭৩ শতাংশ, আর্গন ডেনিমসের ৩.৪৯ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৩.৪৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩.৪৩ শতাংশ, রেনাটার ৩.৪৩ শতাংশ, টুংহাইয়ের ৩.৩৩ শতাংশ এবং বারাকা পাওয়ারের ৩.২৩ শতাংশ কমেছে।