দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আট কোম্পানি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলোর হলো: রানার অটোমোবাইলস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ফাইন ফুডস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ওয়েব কোটস ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে রানার অটোমোবাইলস ১১ শতাংশ ক্যাশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ ক্যাশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩.৫ শতাংশ ক্যাশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ শতাংশ ক্যাশ, ফাইন ফুডস ১০ শতাংশ ক্যাশ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ১৪ শতাংশ ক্যাশ, ওয়েব কোটস ১০ শতাংশক্যাশ ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কোম্পানিগুলো জানিয়েছে, ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।