সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ পেলো ডিএসই
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০২-০৪ ৯:০৫:৩৬ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। সাধারণত যেসব তালিকাভুক্ত কোম্পানি নিয়মিতভাবে তথ্য প্রকাশ করছে না এবং স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ রাখে না সেসব কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই।
ঠিক একই কারণে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং মিলসের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। সে সময় কোম্পানিটির কারখানা বন্ধ পায় ডিএসই কর্তৃপক্ষ।
সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর’২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২ টাকা ৯৯ পয়সা।