দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি হলো: বিকন ফার্মা, রহিমা ফুড, এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)।

এই ক্যাটাগরি পরিবর্তনের মূল কারণ হলো, কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিতডিভিডেন্ড বিতরণ না করা। বিকন ফার্মা ও রহিমা ফুড কে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বিবিএসকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের নীতিমালার অনুযায়ী, যেসব কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করবে এবং ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদান করবে, সেগুলোকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়। ‘বি’ ক্যাটাগরিতে সেসব কোম্পানি থাকে, যারা ১০ শতাংশের কম ডিভিডেন্ড দেয়।

আর ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত কোম্পানিগুলোর ক্ষেত্রে শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, যদি কোম্পানি নিয়মিত এজিএম না করে, বিনিয়োগকারীদেরডিভিডেন্ড না দেয়, বা উৎপাদন বন্ধ থাকে ৬ মাসের বেশি সময়, তবে তাদের ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

এ ধরনের শ্রেণিবিভাজন মূলত শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য একটি নির্দেশক হিসেবে কাজ করে, যাতে তারা ভালো ও মন্দ কোম্পানি বাছাই করতে পারে, এবং ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ প্রদানে সহায়তা হয়।