সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ছয় মাসের মুনাফার হালচাল

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৬ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। এর মধ্যে অধিকাংশ কোম্পানির মুনাফা বেড়েছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো:
আরামিট লিমিটেড পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৭ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৮ টাকা ২৩ পয়সা।
বিডি অটোকার্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ০৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ৩৩ পয়সা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৯৬ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৫ টাকা ৭৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ১১ পয়সা।
এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৯ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৯ পয়সা।
রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড): ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৩০ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ১৭ পয়সা।
এস এস স্টিল লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ০৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৮১ পয়সা।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৩ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৭৫ পয়সা।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৫২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭১ টাকা ২৬ পয়সা।
ফু ওয়াং ফুড লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ২১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ০৯ পয়সা।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ০.২৮ টাকা মুনাফা হয়েছিল। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.৩৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ০.৮০ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি উত্থান হয়েছে ১.১৫ টাকা বা ১৪৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৭১ টাকা।
মেঘনা সিমেন্ট মিলস পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৩ টাকা ২৯ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে লোকসান বেড়েছে ৮৭ দশমিক ৮৪ শতাংশ। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৮ পয়সা।
সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১৫ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ০২ পয়সা।
এসিআই ফর্মুলেশনস লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৭০ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ৭০ পয়সা।
কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ১০ পয়সা লোকসান হয়েছিল। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সা।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪১ টাকা ৬৬ পয়সায়