ট্রাম্প-মোদি বৈঠকে আলোচনায় থাকছে যেসব ইস্যু

দেশ প্রতিক্ষণ, ঢাকা: আগামী ১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, এই বৈঠকে আলোচনা হবে অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য ইস্যু নিয়ে। পাশাপাশি, চীনের মোকাবিলায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিকল্প হিসেবে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) প্রকল্পের ওপরও আলোকপাত করা হবে।
এ বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়, যাদের হাতকড়া ও পায়ে শিকল থাকায় বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি হয়েছে।
ট্রাম্প-মোদি বৈঠকে নিরাপত্তা সহযোগিতা এবং বাণিজ্য সম্পর্কও আলোচনায় থাকবে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলার বিষয়টি। আলোচনায় আইএমইসি প্রকল্পের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, যা ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পকে স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদী হিসেবে দেখা হয়, যেখানে অংশগ্রহণকারী দেশগুলো তাদের অবকাঠামোতে নিয়ন্ত্রণ নিশ্চিত করে।
এছাড়া, চীনের বিআরআই প্রকল্পের ঋণ ফাঁদের কূটনীতি সম্পর্কে সমালোচনা রয়েছে, যেখানে চীন ঋণ দিয়ে দেশের অবকাঠামোতে প্রভাব বিস্তার করে। তবে, আইএমইসি প্রকল্পটি একটি বিকল্প হিসেবে গড়ে উঠেছে এবং এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আদানি গ্রুপ, যা ইসরায়েলের হাইফা বন্দরে বিশাল বিনিয়োগ করেছে এবং চীনের অবকাঠামোগত আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ বিষয়েও আলোচনা হতে পারে। এটি আগের বৈঠকের একটি ধারাবাহিকতা, যেখানে ট্রাম্প-মোদি ফোনালাপে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিলেন।