পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতন এড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ফলে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের উত্থানের সাথে সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে ভালো শেয়ারের তুলনায় দুর্বল ও পচা কোম্পানির শেয়ারের একক আধিপত্য ছিলো। এছাড়া লোকসানে নিমজ্জিত হয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা বেশ কিছু কোম্পানির শেয়ার দাম বেড়েই চলেছে। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কিছু কোম্পানি।
ফলে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি স্থানের মধ্যে ৫টিই দখল করেছে ‘জেড গ্রুপের’ প্রতিষ্ঠান। বাকি পাঁচটি ‘বি’ গ্রুপের শেয়ার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১৫ হাজার ৮০৯ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৫ হাজার ৮০৯ কোটি ৩৯ লাখ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১০৭ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৫ কোটি ৭৪ লাখ টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ১ হাজার ৯১৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭.২৩ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৪৭ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১.১৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০১.৮৪ পয়েন্টে। অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ০.৩১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৪.০৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে: এক হাজার ১০৭.০৩ পয়েন্টে এবং ৯৪২.৯৮ পয়েন্টে।