দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩১৫ বারে ৪১ লাখ ১৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৬২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা এস আলমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ১৩২ বারে ৩ লাখ ২৫ হাজার ২১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০৯ বারে ৪ লাখ ৬৫ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.০২ শতাংশ, গোল্ডেন সনের ৬.২০ শতাংশ, সোনালী পেপারের ৫.২২ শতাংশ, পেপার প্রসেসিং ৪.৮৮ শতাংশ, ইনটেক অনলাইনের ৪.৭৬ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৫৫ শতাংশ ও হাক্কানী পাল্পের ৪.৫১ শতাংশ দর বেড়েছে।