গোল্ডেন হার্ভেস্টের নতুন কোম্পানি সচিব ইব্রাহিম হোসেন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০২-১৯ ৫:২৩:৫২ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইব্রাহিম হোসেন। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৭ পয়সা। গত বছর একই সময়ে ১৪ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৭ পয়সা।