চার কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন হয়েছে। তবে দরপতন পুঁজিবাজারেও চার কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক লক্ষ্য করা গেছে।
বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কোম্পানি চারটির শেয়ার ও ইউনিটে বড় বাই প্রেসার দেখা যায়। যার ফলে প্রতিষ্ঠানগুলো বিক্রেতা সংকটে পড়ে ডানে হল্টেড হয়ে যায়। প্রতিষ্ঠান চারটি হলো: ইনটেক অনলাইন, শাইনপুকুর সিরামিকস, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
প্রতিষ্ঠান চারটির মধ্যে ইনটেক অনলাইন ও শাইনপুকুর সিরামিকের শেয়ার আগের দিন মঙ্গলবার নেতিবাচক প্রবণতায় ছিল। অন্যদিকে, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ডের ইউনিট ও শেয়ার আগের দিনও ইতিবাচক অবস্থানে ছিল। এরমধ্যে এসআলম কোল্ড রোল্ড গত চারদিন যাবত টানা বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ইনটেক অনলাইনের দাম বেড়েছে সর্বোচ্চ ৯.৮৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৮৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৬ শতাংশ এবং এসআলম কোল্ড রোল্ডের ৯.৩৭ শতাংশ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকস ও ইনটেক অনলাইনের। আর কম লেনদেন হয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসআলম কোল্ড রোল্ডের।