দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছয় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। ফলে ছয় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ক্রয়ের ঝোঁক ছিলো। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার ডিএসইর দর বৃদ্ধি শীর্ষ তালিকায় আজ প্রথম থেকে ষষ্ঠ স্থান দখলে নিয়েছে। কোম্পানিগুলো হলো: ফু-ওয়াং ফুড, এসআলম কোল্ড রোল্ড স্টিল, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস ও জাহিন স্পিনিং মিল লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুড ও এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার এদিন সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। আর এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার কর্মদিবস যাবত টাকা সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। অন্যদিকে, গোল্ডেন হার্ভেস্টের দর বেড়েছে আজ ৯.৮৪ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৭০ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৯.৫৯ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর আগের দুদিন বেড়েছে যথাক্রমে ৫.১৭ শতাংশ ও ৪.৫০ শতাংশ; বিডি থাই ফুডের সোমবার ও মঙ্গলবার দর বেড়েছে যথাক্রমে ২.১৩ শতাংশ ও ২.০২ শতাংশ, তবে বুধবার দর কমেছে ২.৭২ শষতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের দর মঙ্গলবার ২.৪০ শতাংশ কমলেও বুধবার বেড়েছে সর্বোচ্চ ৯.৮৪ শতাংশ।

অপরদিকে, জাহিন স্পিনিং মিলের শেয়ার দর আজ বেড়েছে ৯.৫৯ শতাংশ। চলতি সপ্তাহজুড়েই শেয়ারটির দর কিছুটা পতন প্রবণতায় ছিল। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ৭ টাকা ৬০ পয়সা। যা আগের দিন বুধবার ক্লোজিং হয়েছে ৭ টাকা ৩০ পয়সায়। আর আজ সর্বোচ্চ দর বেড়ে ক্লোজিং হয়েছে ৮ টাকায়।