সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক বাড়লেও মূলধন উধাও ৬ হাজার কোটি টাকা

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এর ফলে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ যেন পতনের বৃত্তে আটকে ছিল পুঁজিবাজার। টানা প্রায় সাত কার্যদিবসের পতনে প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল ১০৩ পয়েন্ট।
তবে সে পতনের বৃত্ত ভেঙে গত সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থান হলেও সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিজ্ঞ বিনিয়োগকারী ও প্রভাষক কাজী হোসাইন আলী বলেন, গত সপ্তাহে সূচক ও লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে। তবে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরাতে সূচকের এই উত্থান ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। কারণ এর আগেও অনেকবারই সূচকের উত্থান হলেও ঘুরে ফিরে পতনের বৃত্তে ফিরে গেছে পুঁজিবাজার। তাই সূচকের উত্থান হলেও খুশি হওয়ার মতো কিছু বিষয় নয় বলে মনে করছেন তারা ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে টানা চার কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় ৫১ পয়েন্ট। পাশাপাশি এই কয়েক দিনে লেনদেনও পৌঁছেছে সাড়ে ৪০০ কোটি টাকার ওপর। এছাড়া পুঁজিবাজার টানা সূচকের ঊর্ধ্বমুখী রাখতে ভালো মৌল ভিত্তি শেয়ারে বড় ভুমিকা রাখছে। যার বাজারের জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন তারা।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১৪১ কোটি ১৯ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ১ হাজার ৯০১ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, দর কমেছে ১৮৪ টির এবং ৩৪টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
বিদায়ী সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৩৮ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬.২৭ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৫৬.১৭ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০.৯৪ পয়েন্টে। অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৫১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং সিএসআই সূচক ২.৮৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে: এক হাজার ১১১.৮১ পয়েন্টে এবং ৯৪৫.৯৬ পয়েন্টে।