ডিএসইর সূচকের পতনের নেপথ্যে শীর্ষ দুই কোম্পানি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের পতনের নেপথ্যে ছিলো ব্যাংক খাতের দুই কোম্পানি। এদিন দুই কোম্পানির শেয়ারের পতনে ডিএসইর সবুজ সূচককে লাল করে দিয়েছে। কোম্পানি দুটি হলো ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.৬৬ পয়েন্ট। বিপরীতে ইসলামী ব্যাংকের কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ২.৯৮ পয়েন্ট এবং ব্র্যাক ব্যাংকের কারণে সূচক কমেছে ২.১১ পয়েন্ট।
আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ৪৩ টাকা ৮০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৪৩ টাকা ৩০ পয়সায়। দাম কমেছে ৫০ পয়সা। লেনদেন হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৪০টি শেয়ার। অন্যদিকে, আগের দিন ব্র্যাক ব্যাংকের ক্লোজিং প্রাইস ছিল ৫২ টাকা ৮০ পয়সায়। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৫২ টাকা ২০ পয়সায়। দাম কমেছে ৬০ পয়সা। লেনদেন হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৬৫৩টি শেয়ার।