শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ডের শেয়ার নিয়ে হুলস্থল কান্ড!

আলমগীর হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক হারে বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি ডিএসইকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি গঠনের পরও থামছে না এস আলম কোল্ড রোল্ড স্টিলস কারসাজি। যা খালি চেখে দেখা যায় কারসাজির লক্ষণ।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্ভিল্যান্সের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকলেও, সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনায় এই বিভাগের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পুঁজিবাজারে কারসাজির ঘটনা থামছে না, বরং নতুন নতুন কৌশলে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। অথচ, বাজারের এসব অনিয়ম ধরার জন্য থাকা সার্ভিল্যান্স ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, কিছু ক্ষেত্রে সার্ভিল্যান্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেই ইনসাইডার ট্রেডিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তারা পুঁজিবাজারের স্পর্শকাতর তথ্য আগে থেকেই পেয়ে গোপনে লেনদেন করছেন অথবা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিচ্ছেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছেন, আর কিছু সুবিধাভোগী গোষ্ঠী বিপুল অর্থ লাভ করছে। তেমনি সম্প্রতি দেশের পুঁজিবাজারে রূপকথার আলাদিনের চেরাগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। কোম্পানিটি শেয়ার অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। অথচ ভালো মৌল ভিত্তি শেয়ারে আস্থা সংকটে বিনিয়োগকারীরা।
গত এক মাসের ব্যবধানে ৯ টাকা ৭০ পয়সার শেয়ার ২৫ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এমন সংবাদ দৈনিক দেশ প্রতিক্ষণে প্রকাশের পর হইচই শুরু হয়। বিএসইসি থেতে তদন্তের নির্দেশ দেয়া হয়া। তবে তদন্তের নিদের্শ দেওয়ার পর শেয়ারটি ১৮ টাকায় নামলেও ফের কারসাজি শুরু হয়। ১৮ টাকা থেকে টানা দর বেড়ে ৩১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। ফলে গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর তিন গুনের বেশি বেড়েছে। এ কারসাজিতে একটি শীর্ষ হাউজসহ একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র জড়িত রয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
অন্যদিকে এস আলম কোল্ড রোল্ড স্টিলের মত কারসাজির অভিযোগ উঠেছে শাইনপুকুর সিরামিকের শেয়ারটির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে একটি শীর্ষ গ্রপের এমডি বেশি দামে শেয়ারটি কিনে দীর্ঘদিন আটকিয়ে ছিলেন তারাই কারসাজি করে শেয়ারটির বাড়িয়েছেন। শাইনপুকুর সিরামিক গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ২ পয়সা। আর গতকাল ১৭ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২৪ টাকা উন্নীত হয়েছে। তবে দিনশেষে ২৩.১০ টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা। গত এক মাসের ব্যবধানে শেয়ারটির দাম দ্বিগুন বেড়েছে।
এদিকে শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ড রোল শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে বার বার জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। তবে সতর্কবাতা জারি করলেও কারসাজি চক্র তোয়াক্কা করছে না।
এছাড়া শাইনপুকুর সিরামিক শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে। অন্যদিকে এস আলম কোল্ড রোল শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।