ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬০১ বারে ২৬ লাখ ৬২ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯১০ বারে ২১ লাখ ৪৩ হাজার ১২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। ফান্ডটি ৫৭৪ বারে ১৬ লাখ ৫৩ হাজার ৬৪৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৫৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৫৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৬১ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ ও সাউথইস্ট ব্যাংক ৬.২৫ শতাংশ, বেঙ্গলের ৬.১২ শতাংশ ও সাইনপুকুর সিরামিকসের ৫.৪৫ শতাংশ দর বেড়েছে।