দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড এর ৪০০ শ্রমিক তাদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানায়, তারা গত জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং মার্চ মাসের বেতন এখনও পায়নি এবং ঈদের বোনাসও বাকি।

প্রতি বছরই ঈদ আসলে মালিকপক্ষ এবং কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ও বোনাস নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা করে থাকে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বিভিন্ন সময় আশ্বাস দিলেও বকেয়া টাকা পরিশোধ করেনি। এছাড়া, তাদের দাবি ছিল, ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধ না করা হলে তারা কারখানা ছাড়বে না।

বিক্ষোভ চলাকালীন মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে চালক, যাত্রী এবং স্থানীয়দের জন্য চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ জানিয়েছেন, বিক্ষোভের খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ, এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদেরকে দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানার ভিতরে অবস্থান নেন। সকাল ১০টা ৫০ মিনিটে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস বাকি রয়েছে, এবং মালিকপক্ষ তাদের পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী এ টাকা পরিশোধ না করলে তারা আগের মতো আরও প্রতিবাদ করতে পারে। এদিকে, ফু-ওয়াং ফুডস লিমিটেড এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মুকিত হোসাইন দাবি করেছেন, শ্রমিকদের কথাগুলি সঠিক নয়।

তাদের ভাষ্যমতে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের বেতন বাকি রয়েছে, এবং ইতোমধ্যে বেতন প্রদান শুরু হয়ে গেছে। তবে, ব্যাংক থেকে টাকা আনার পরই পুরো পরিমাণ বেতন প্রদান করা হবে। এই বিক্ষোভ এবং দাবির ঘটনায় শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এবং অপরিশোধিত পাওনার বিষয়টি প্রকাশ পায়, যা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আরও বিক্ষোভের কারণ হতে পারে।