দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি লভ্যাংশ ঘোষণার জন্য বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত সভা আগামী ২৩ মার্চ দুপুর ২টায় পরিবর্তে আগামী ০৮ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে। আলোচ্য সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।