জরিমানার আতঙ্কে ঘুরে দাঁড়াতো পারছে না পুঁজিবাজার, ডিএসইতে বেড়েছে লেনদেন

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা দুই কার্যদিবস দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলো। মুলত কারসাজি ইস্যুতে একের পর এক জরিমানার আতঙ্কে ঘুরে দাঁড়াতো পারছে না পুঁজিবাজার। ফলে বাজার আজ ভাল তো কাল খারাপ। এ অবস্থার মধ্যে দিয়ে বছরের পর বছর পার করছে পুঁজিবাজার। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, দর কমেছে ১৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০ টির। ডিএসইতে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪ কোটি ৬২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫১ পয়েন্টে। সিএসইতে ১৮৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮ টির দর বেড়েছে, কমেছে ৮৩ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।