আস্থার সংকটে পতনের বৃত্তই ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার, মুলধন উধাও ৬০৫০ কোটি

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫০ কোটি ৬১ লাখ টাকা। মুলত গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। টানা দরপতনে ফের আস্থা সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা।
ফলে পতনের বৃত্তই ফের ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার। এতে সপ্তাহজুড়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে সবকয়টি মূল্যসূচক। পাশাপাশি কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪ হাজার ৫২ কোটি ৮০ লাখ টাকা কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৪২৯ কোটি ৬৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ১ হাজার ৮৮৭ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, দর কমেছে ২০৭ টির এবং ৩৮টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮২ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯.৪৫ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ০.৩৫ পয়েন্ট বা অপরিবর্তিত রয়েছে ৮ হাজার ৮৫০.৯৪ পয়েন্টে। তবে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৯৯ লাখ টাকা।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ২.৬৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৭৪ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১০৯.১৮ পয়েন্টে এবং ৯৪১.২২ পয়েন্টে। এছাড়া, সিএসই-৩০ সূচক ৭.৫১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩০.৯১ পয়েন্টে।