শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ভালো মৌল ভিত্তি শেয়ারে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। যার ফলে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে সুবাতাস দেখা দিয়েছে। এ খাতের শেয়ারে ভর করে ডিএসইতে সূচকের উত্থান হয়েছে। তেমনি সূচকের উত্থানের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিজ্ঞ বিনিয়োগকারী ও প্রভাষক কাজী হোসাইন আলী বলেন, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করছিল। বিনিয়োগকারীরা বাজার নিয়ে হতাশ হয়ে পড়েছিল। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাজারে ফিরতে শুরু করেছে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এখন বাজারে বিনিয়োগের সময়। তাছাড়া বাজারে এখনো অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মন্দ, বন্ধ কোম্পানির শেয়ার না কিনে ভালো মৌল ভিত্তি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২ টির, দর কমেছে ১৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। ডিএসইতে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৯৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৯ পয়েন্টে। সিএসইতে ১৮৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ টির দর বেড়েছে, কমেছে ৯৩ টির এবং২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।