ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ৮ কোম্পানি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএল লেকচার ফান্ড, ম্যারিকো, লাভেলো আইস্ক্রিম এবং কেডিএস এক্সেসরিজ। আজ এই ৮ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ২৫ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।
অন্য কোম্পানিগুলোর মধ্যে বিকর্ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৫ লাখ ৩ হাজার টাকার, এসইএমএল লেকচার ফান্ডের ১ কোটি ৯১ লাখ টাকার, ম্যারিকোর ১ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার, লাভেলো আইস্ক্রিমের ১ কোটি ৩০ লাখ ২৭ হাজার টাকার এবং কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার।