ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা পিএলসি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩০ বারে ৮ লাখ ৯৪ হাজার ৩৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮২২ বারে ৩১ লাখ ১১ হাজার ৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৪০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ১৮১ বারে ৮ লাখ ৩০ হাজার ৯৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ডরিন পাওয়ারের ৭.২৭ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৬.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫.৮২ শতাংশ, বীচ হ্যাচারির ৫.৬৮ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৫.২৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ ও রূপালী লাইফের ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।