খান ব্রাদার্সের শেয়ারের ৩ ব্যক্তির বিও হিসাব স্থগিত

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত করেছে। অভিযুক্ত তিন ব্যক্তি হলেন: মো. আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ এবং মো. আখতার হোসেন।
বিষয়টি আরও তদন্তের জন্য বিএসইসি একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা সকলেই খানের ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিমের সহযোগী বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার বিএসইসির ৯৪৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন সভায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে কারসাজির সন্দেহে মো. আজাদ হোসেন পাটোওয়ারি, নাসির উদ্দিন আকন্দ এবং মো. আখতার হোসেনের বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আরও তদন্ত করা হবে।
উল্লেখ্য, বিএসইসি সম্প্রতি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে মোট ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৬ লাখ টাকা জরিমানা করেছে। এ কারসাজির নেতৃত্ব দিচ্ছিলেন বিকন ফার্মার এমডি মোহাম্মদ এবাদুল করিম, যিনি আগেও আজাদ হোসেন, নাসির উদ্দিন এবং আখতার হোসেনের সঙ্গে যুক্ত ছিলেন।