দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো: বিডি ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও রেকিট বেনকিজার। মুলত ৩টি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

বিডি ফাইন্যান্স: কোম্পানিটির বোর্ড সভা ১৭ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। কোম্পানিটি ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের নো ডিভিডেন্ড ঘোষণা করে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা ১০ এপ্রিল দুপুর পৌনে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। কোম্পানিটি আগের বছর ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

রেকিট বেনকিজার: কোম্পানিটির বোর্ড সভা ৭ এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। তবে কোম্পানিটি আগের বছর ২০২৩ সালে ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।