দেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে বিশ্ববাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এই শুল্কনীতির জেরে ২০২৫ সালে বিশ্ববাণিজ্য প্রায় ১ শতাংশ কমতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। পাল্টাপাল্টি শুল্ক আরোপে বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এরই মধ্যে পুঁজিবাজার, মুদ্রাবাজার ও স্বর্ণবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন নেতা ট্রাম্পের এই পদক্ষেপকে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ হারে বেসলাইন ট্যারিফ বা সাধারণ শুল্ক এবং বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে উচ্চ শুল্কহার আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক আরোপ ঘোষণার থেকেই ইউরোপ, আমেরিকা ও এশিয়ার পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে। দেশের পুঁজিবাজারে মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেন।

ঈদের ছুটির কারণে লেনদেন বন্ধ থাকায় বাংলাদেশের পুঁজিবাজারে এতদিন শুল্ক আরোপের ধাক্কা লাগেনি। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকে পতনমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এরপর থেকেই সূচকের নেতিবাচক প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করে। দিনের লেনদেনের শেষে সেই শঙ্কা কাটিয়ে উঠেছে পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আতঙ্কের কিছু নেই। বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কোম্পানিগুলোর অধিকাংশই পুঁজিবাজারে নেই। আর পুঁজিবাজারে যেসব তালিকাভুক্ত রয়েছে সেগুলোর ইউরোপে বড় বাজার রয়েছে। তবে যেসব কোম্পানি ডেনিম পণ্য রপ্তানি করে সেগুলোর বড় অংশ যুক্তরাষ্ট্রের বাজারে যায়। সেসব পণ্যের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। এছাড়া বর্তমানে দেশের পুঁজিবাজার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই এ ধরনের ঘোষণার প্রভাব খুব বেশি পড়ার সুযোগ নেই। বিনিয়োগকারীরা আতঙ্কিত না হলে খুব দ্রুত এ শঙ্কা মুক্ত হওয়া সম্ভব।

বাংলাদেশের ওপর চলমান শুল্কহার গড়ে ১৫ শতাংশ। এর সঙ্গে যোগ হতে পারে নতুন আরোপ করা ৩৭ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশের পণ্যের ওপর প্রায় ৫২ শতাংশ শুল্ক বসবে। দেশের পুঁজিবাজারে বর্তমানে বস্ত্র খাতের ৫৮টি ও চামড়া খাতের ৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারের মোট বাজার মূলধনের ৩.৪০ শতাংশ বস্ত্র এবং ০.৬০ শতাংশ চামড়া খাতের দখলে রয়েছে। সব মিলিয়ে এ দুই খাতের দখলে রয়েছে মোট বাজার মূলধনের ৪ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ঘোষণার প্রভাব খুব বেশি পড়ার সুযোগ নেই। বর্তমানে দেশের পুঁজিবাজার যে পর্যায়ে রয়েছে, এর চেয়ে খুব বেশি নিম্নমুখী হওয়ার সুযোগ দেখছি না। এ বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়া জন্য অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক বলেন, মার্কিন নতুন রিসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে শুল্ক আরোপকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশের পুঁজিবাজারে ধস নেমেছে। আমাদের পুঁজিবাজার সেই শঙ্কার বাইরে নয়। তবে আমাদের পুঁজিবাজার বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই এরচেয়ে খুব বেশি নিচে নামার সুযোগ কম। আশা করছি শিগগিরই এ শঙ্কা থেকে মুক্ত হবে দেশের পুঁজিবাজার।