বেক্সিমকো ফার্মাকে টপকিয়ে লেনদেনের শীর্ষে বিএসসি

দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। তবে বেক্সিমকো ফার্মাকে টপকিয়ে এবার লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার। ১৬ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরি এন্ড ফুড এবং অগ্নি সিস্টেমস পিএলসি।