মাইডাস ফাইন্যান্সের দর বৃদ্ধি নিয়ে ডিএসইর ভুল প্রকাশ

দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স পিএলসি। তবে মাইডাস ফাইন্যান্সের দর বৃদ্ধি নিয়ে ডিএসইর ভুল তথ্য প্রকাশ করেছে। এমনকি দরবৃদ্ধির তালিকায় নাম নেই এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
মুলত ডিএসইর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ১৯৮ বারে ১২ লাখ ৫৬ হাজার ৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ ৯২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মাইডাস ফাইন্যান্স পিএলসি কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ৪৩৬ বারে ৯ লাখ ৩৯ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ।
কোম্পানিটি ১০৫ বারে ৯ হাজার ১৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা দেশ জেনারেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ৫৪৫ বারে ৪ লাখ ৩৭ হাজার ১১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।