দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড উৎপাদনে ফিরেছে। ইতো মধ্যে খান ব্রাদার্সের মালিকানায় এসেছে বিকন গ্রুপ। তাদের হাত ধরেই কোম্পানিটি সচল হয়েছে এবং উৎপাদনে ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, খান ব্রাদার্সের কারখানাটি বর্তমানে প্রায় ১৫০ জন কর্মীর একটি নিবেদিত কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে।

অতীতের চ্যালেঞ্জ সত্ত্বেও, কারখানাটি অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং গুণগত উৎপাদন বজায় রাখার দিকে মনোনিবেশ করে তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আধুনিক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সুরক্ষা প্রোটোকল দিয়ে সজ্জিত, সুবিধাটি পলিপ্রোপিলিন বোনা ব্যাগ তৈরিতে অবিচ্ছিন্ন অপারেশন বজায় রাখে। ব্যবস্থাপনা দক্ষতা অনুকূলকরণ, কর্মচারী কল্যাণ নিশ্চিত এবং ধীরে ধীরে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে গতি ফিরে পেতে তার ক্ষমতা প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই চলমান অপারেশনটি সংস্থা এবং তার কর্মীদের স্থিতিস্থাপকতা প্রতিফলিত করে, কারণ এটি পণ্যের মান এবং সময়মত বিতরণ বজায় রাখার সময় একটি প্রতিযোগিতামূলক শিল্প ল্যান্ডস্কেপ নেভিগেট করে। এর আগে খান ব্রাদাসের কারখানা বন্ধ রয়েছে এমন নিউজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত খবরের সত্যতা যাচাই করতে ডিএসই কোম্পানিকে চিঠি দিয়েছিল।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছিল, তাদের উৎপাদন কখনো বন্ধ হয়নি। কোম্পানির রপ্তানি নেই, তবে ট্রলিং সিস্টেমের মাধ্যমে উৎপাদন চলছে। এমতাবস্থায় কোম্পানিটি ডিএসইকে সরাসরি কারখানা পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। একই সাথে ফেসবুক গ্রুপের ভিত্তিহীন খবর বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছিল।

কোম্পানিটি আরও জানায়, খান ব্রাদার্স গত ৫ বছরে লভ্যাংশ ঘোষণা করেছে এবং বিতরণ করেছে। কোম্পানিটি ২০২০ সালে ২ শতাংশ নগদ, ২০২১ সালে লভ্যাংশ দেয়নি, ২০২২ সালে ২ শতাংশ নগদ, ২০২৩ সালে লভ্যাংশ দেয়নি এবং ২০২৪ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উল্লেখ্য, মঙ্গলবার খান ব্রাদার্সের শেয়ার সর্বশেষ ১৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির দর ৭৬ টাকা ১০ পয়সা থেকে ২০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত বৃদ্ধি পায়।