দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হকের কাছে থাকা ১০ লাখ শেয়ার তার ভাই মো. জাহেদুল হকের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন। এর আগে, ৭ এপ্রিল শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।