ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন কেবলস লিমিটেড

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২০৩ বারে ৫৩ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা হাইডেলবার্গ মেটেরিয়ালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৯৬২ বারে ১ লাখ ৯২ হাজার ৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২১ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২১ বারে ৩৫ লাখ ৭২ হাজার ৮০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ হাজার টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এইচআর টেক্সটাইলের ৭.৭২ শতাংশ, বীচ হ্যাচারির ৭.৪২ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৬.১০ শতাংশ, লাফার্জ হোলসিমের ৫.৭৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৫.৩৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২৬ শতাংশ ও এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়্যাল ফান্ডের ৫.১৩ শতাংশ দর বেড়েছে।