দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকোর পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।কোম্পানিটির ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যবসার উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০৩.৩১ টাকা। এরমধ্যে ১ম প্রান্তিকে হয়েছে ৪৬.৫২ টাকা।