দেশ প্রতিক্ষণ, ঢাকা: কমার্স ব্যাংক সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ কর্মাস ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে তিনি নিয়োগ পান।

উল্লেখ্য এর পূর্বে তিনি বিনিময় সিকিউরিটিজ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিগত প্রায় দেড় দেশকের পুঁজিবাজারের তিনি গ্রামীন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে গ্রাজুয়েশন এবং ব্যাংকিং ও ইন্সুইরেন্স ডিপার্টমেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও ব্যাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজিবাজার সংশ্লিষ্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত ও অন্যান্য কাজে তিনি বিশ্বের ৪০ এর অধিক দেশ ভ্রমণ করেছেন।