দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬৬৮ বারে ৯৬ হাজার ৫৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৮০৮ বারে ৫৩ লাখ ৮৮ হাজার ৪৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১ হাজার ২০৪ বারে ৩০ লাখ ৫১ হাজার ৯৯০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৫.২৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫.০০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের৪.৯৭ শতাংশ, ইস্টার্ণ কেবলসের ৪.৫৬ শতাংশ, এএমসিএল প্রাণের ৪.৫৪ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪.২৭ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৮৪ শতাংশ দর বেড়েছে।