দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র দুই উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর কবির তাদের স্বজনদের শেয়ার উপহার দেবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। অন্যদিকে মোঃ আলমগীর কবির তার ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার, স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, মেয়ে রাইসা কবিরকে ৫ লাখ, ছেলে রায়হানুল কবিরকে ৫ লাখ এবং মেয়ে নুসাইবা কবিরকে ৫ লাখ শেয়ার উপহার দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করা হবে।