সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের পতনে মুলত বহুজাতিক ৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপে ঘুরে দাঁড়াতে পারছে না। মুলত বহুজাতিক ৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপে ডিএসইর সূচক কমেছে প্রায় ১০ পয়েন্ট। এদিকে গত চার কার্যদিবস ধরে টানা দরপতন চলছে।

কোম্পানিগুলো হলো: ওয়ালটন হাইটেক, হাউডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, এসিআই লিমিটেড ও আইসিবি। এরমধ্যে ওয়ালটন হাইটেক আজ ডিএসইর সূচক কমিয়েছে ৩.৯০ পয়েন্ট, হাউডেলবার্গ সিমেন্ট ২.৪৫ পয়েন্ট, গ্রামীণফোন ২.৪২ পয়েন্ট, এসিআই লিমিটেড ১.৪৭ পয়েন্ট এবং আইসিবি ১.৪০ পয়েন্ট।

সূত্রমতে, আজ যদি এই ৫ কোম্পানির শেয়ার ইতিবাচক প্রবণতায় থাকতো, তাহলে ডিএসইর সূচকও ইতিবাচক প্রবণতায় টার্ন নিতো। যদিও এদিন লেনদেনের শুরুতে ডিএসইর সব সূচক ইতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছিল। কিন্ত শেষ বেলায় সেল প্রেসারের কারণে ইতিবাচক প্রবণতা বজায় রাখতে পারেনি।