দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। ফলে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই পুঁজিবাজারে ঢালাও দরপতন হয়েছে। এতে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ কোম্পানি শেয়ার ও ইউনিট। এই পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাধারণ বীমা কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৭৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৯৯টির। আর ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এমন পতনের বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৪১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৪ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৫ টাকা ৪০ পয়সা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। কোম্পানিটর মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫২ দশমিক ১১ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৪৩ দশমিক ৪৮ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪১ শতাংশ আছে।